একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

নেত্রকোনার দুর্গাপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক গৃহবধূ। শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার তালুকদার ক্লিনিকে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

হাজেরা খাতুন উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফারুংপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। বাবুল মিয়া পেশায় স্বর্ণের দোকানের কর্মচারী।

তালুকদার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক সারোয়ার হোসেন শিফলু বলেন, নবজাতক দুই ছেলে, এক মেয়ে। মা ও নবজাতক ভালো আছেন। আপাতত তাদের কোনো সমস্যা নেই।

গৃহবধূর স্বজনরা জানান, সন্ধ্যায় প্রসব বেদনা উঠলে তাকে ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে রাতে সিজারের মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম দেন হাজেরা খাতুন।

আরও পড়ুন: একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন শামসুন্নাহার

তারা আরও বলেন, নিজের সম্পদ বলতে কিছুই নেই বাবুল মিয়ার। স্বর্ণের দোকানে কাজ করে কোনোমতে সংসার চলে তার।

হাজেরা খাতুনের শাশুড়ি জাহেরা খাতুন বলেন, একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় আমরা খুশি। তবে দুঃচিন্তাও রয়েছে। একজনের উপার্জনে কোনোমতে সংসার চলে। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।