নোয়াখালীতে ছয় লাখ টাকার মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২০ এএম, ১৪ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে ছয় লাখ টাকার মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে পৌর হাজীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জের হাজীপুর গ্রামের নাদু মুহুরী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), পৌর উত্তর হাজীপুরের লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬) ও তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে মো. জামাল উদ্দিন (৫২)।

তাদের কাছ থেকে সোয়া চার লাখ টাকা মূল্যের এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ নগদ টাকা জব্দ করা হয়েছে।

jagonews24

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আসামিরা ফেনী ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতে মজুত করে। গোপন সংবাদে র‌্যাবের একটি দল তা উদ্ধার করেছে।

এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ইকবাল হোসেন মজনু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।