ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে মা ও দুই ছেলেমেয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় স্বামী রাশেদুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সুমি আক্তারের (২৮) বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে স্বামী ও শাশুড়িকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। নিহত সুমি আক্তার পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার ঘুন্টি এলাকায় দুই সন্তান নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুমি আক্তার ও তার পাঁচ বছর বয়সী মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন মারা যান। আহত ছেলে শিশু তৌহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে সুমি আক্তার তার দুই শিশুসন্তান নিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। হাসপাতালে নেওয়ার অপর সন্তানের মৃত্যু হয়।

রবিউল হাসান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।