বাংলাদেশে ঢুকে যুবককে বিএসএফের গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে বাংলাদেশে প্রবেশ করে দেলোয়ার হোসেন (২৭) নামে এক যুবককে গুলি করেছে বিএসএফ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে আহত যুবক তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের রাশিদ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পেছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যান এক বৃদ্ধা। এ সময় পার্শ্ববর্তী বিএসএফের টহল দলের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে আহত করেন।

এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এসে বিএসএফকে বাঁধা দিলে বিএসএফের ১৫-২০ জনের একটি দল বাংলাদেশের অভ্যান্তরে বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন দেলোয়ার হোসেন।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।