জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতার কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

রাতে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাজারের পূর্ব পাশের মাঠ থেকে তাদের আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার তাদের কারাদণ্ড দেন।

তারা হলেন, মো. শামীম হোসেন (২৭), মো. মোস্তফা (৩২), মো. জোবায়ের হোসেন (২২) এবং মো. নুর ইসলাম (২৪) তাদের সবার বাড়ি মুকুন্দপুর। তাদের মধ্যে মো. শামিম হোসেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাঠে জুয়ার আসরের খবরের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন থেকে দশদিনের কারাদণ্ড দেন।

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ডিসেম্বরে মো. শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, আটককৃতদের সকালে কারাগারে পাঠানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।