নিজ দোকানে প্রাণ দিলেন ‘ঋণে বিপর্যস্ত’ চা বিক্রেতা
একাধিক বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন অমল দাস নামের যশোরের বাঘারপাড়ার এক চা দোকানি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে নিজের দোকানে এ ঘটনা ঘটে। অমল দাসপাড়ার রণজিত দাসের ছেলে।
অমল দাসের চাচাতো ভাই প্রবীর দাস বলেন, ‘অমল দাসের মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছোট্ট একটা ঘরে বসবাস করতেন। চা দোকানের আয় থেকে পরিবারের যাবতীয় ব্যয় মেটাতেন তিনি। পরিবারের ক্রমাগত ব্যয় বাড়তে থাকায় আমার ভাই আদ-দ্বীন, ব্র্যাক ও দেশ সঞ্চয় সমিতি নামের স্থানীয় এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন। এছাড়া কয়েকজন ব্যক্তির কাছ থেকেও সাপ্তাহিক পরিশোধের শর্তে টাকা ধার নেন। এসব টাকার পাওনাদারদের চাপ হয়তো অমল সহ্য করতে পারছিলেন না। তাই তিনি আত্মহত্যা করেছেন।’
বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মকবুল হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অমল দাস আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মিলন রহমান/এসজে