দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্রনেতা রাজবাড়ীর শিশির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো পদ পেয়েছেন তৃতীয় লিঙ্গের এক সদস্য। ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের নবগঠিত কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন শিশির বিন্দু নামের ওই সদস্য।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের ১২তম জেলা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

শিশির বিন্দু ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাসের মাস্টার্সে অধ্যয়নরত।

কাওসার আহমেদ রিপনকে সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ও নাফিজ মোল্লা‌কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাতুল ইসলাম জনি, শিশির বিন্দু; সহকারী সাধারণ সম্পাদক হৃদয় খান, কোষাধ্যক্ষ সোহানুর রহমান, দপ্তর সম্পাদক লাবিব মাহমুদ, শিক্ষা ও গবেষণা অর্নিকা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রাফিদুল ইসলাম, সদস্য মনজয় সরকার। দুজন সদস্য পরবর্তীতে কাজের ভিত্তি‌তে নির্বা‌চিত করা হ‌বে।

এরআগে বিকেলে জেলা উদীচী কার্যালয়ে ‌‘এসো ভাঙনকে ভাঙি, সৃষ্টিকে গড়ি সুন্দরের কানে কানে বলি এ দ্রো‌হি আমার’ স্লোগানে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের ১২তম জেলা সম্মেলন শুরু হয়।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সাবেক সভাপতি ও উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাস। প‌রে র‌্যালি ও স‌ম্মেল‌নের আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

অধিবেশন শেষে শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ।

ছাত্র ইউনিয়নে পদ পেয়ে উচ্ছ্বসিত শি‌শির বিন্দু ব‌লেন, ‌আমি সবার থে‌কে একটু ব্যতিক্রম। তবে অনেক আগে থেকেই ছাত্র ইউ‌নিয়নকে ভালোবা‌সতাম। প্রায় দুই বছর ধ‌রে ছাত্র ইউ‌নিয়‌নের সঙ্গে সম্পৃক্ত হ‌য়ে কাজ ক‌রে আসছি। স‌ম্মেল‌নে আমাকে সহ-সভাপ‌তির দ্বা‌য়িত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে। আগামী‌তে শিক্ষার্থী‌দের দা‌বি আদায় ও অন্যায়-অত্যাচারের বিরু‌দ্ধে কাজ কর‌তে চাই।’

নবনির্বা‌চিত রাজবাড়ী জেলা সংস‌দের সভাপতি কাওসার আহমেদ রিপন বলেন, শিশির বিন্দু অত্যন্ত মেধাবী। তিনি দীর্ঘদিন ধ‌রে ছাত্র ইউ‌নিয়‌নের সঙ্গে কাজ কর‌ছেন। তবে ছাত্ররাজনী‌তি‌তে এই প্রথম কোনো তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তি হ‌লো।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।