সাতক্ষীরায় চিনি মেশানো ২০ মণ মধু জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
সরিষা ফুলের মধুর সঙ্গে চিনি মিশিয়ে ভেজাল মধু বানাতেন কামাল হোসেন

অডিও শুনুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চিনি মেশানো ২০ মণ (৮০০ কেজি) মধু জব্দ করা হয়েছে। এ সময় ভেজাল মধু তৈরির অপরাধে কামাল হোসেন নামের এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস এ আদেশ দেন।

কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি উপজেলার সিংগা এলাকায় ভেজাল মধু তৈরি করতেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে সিংগা এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ মণ ভেজাল মধুসহ কামাল হোসেনকে আটক করা হয়।

মোখলেছুর রহমান আরও বলেন, তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের আদালতে হাজির করা হয়। তিনি ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ জব্দ ভেজাল মধু কেরোসিন ঢেলে জ্বালিয়ে নষ্ট করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানান, দীর্ঘদিন ধরে খুবই লাভজনক এ ব্যবসা পরিচালনা করে আসছিল। অল্প পরিমাণ সরিষার মধুতে বিপুল পরিমাণ চিনি ও অন্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু বানাতেন। এসব ভেজাল মধু সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামে জননী কুরিয়ার সার্ভিসে পাঠাতেন।

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।