মাগুরায় শতবর্ষী বড়রিয়ার মেলা শুরু, লাখো মানুষের সমাগম
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ মেলার প্রথমদিন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ২৮ পৌষ বড়রিয়া গ্রামে এ মেলা বসে। মেলা কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। এবারও বিপুল মানুষের সমাগম হয়েছে।
মেলার আয়োজক কমিটির সভাপতি বড়রিয়া গ্রামের শাহজাহান সরদার জানান, আনুমানিক ১৩৪ বছর আগে তাদের পূর্বপুরুষ শানু সরদার, ধনাউল্লাহ সরদার ও সোনাউল্লা সরদার এখানে ঘোড়দৌড় ও মেলার আয়োজন করেন। প্রথম অবস্থায় গ্রামের রাস্তায়ই ঘোড়দৌড় শুরু হয়। পরবর্তীসময়ে রাস্তায় ইট সোলিং ও পাকা হয়ে গেলে গ্রামের মাঠে ঘোড়দৌড় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আশপাশের প্রতিটি গ্রামের মানুষ মেলাটিকে নিজের করে নেওয়াতে বর্তমানে মেলার কলেবর আরও বেড়েছে।
মেলায় এ বছর মিষ্টি, মাছ, মাংস, মনোহরি, পুতুল, নানা রকমের খেলনা, বিভিন্ন রাইডসহ পাঁচ শতাধিক দোকানে এসেছে। মাগুরা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে নানা ধরনের তৈজসপত্র নিয়ে দোকানিরা মেলায় এসেছেন।
আয়োজক কমিটির সভাপতি শাহজাহান সরদার জানান, এবছর মেলায় কমপক্ষে ১০ কোটি টাকার বেচাকেনা হবে। ভালো বেচাকেনা হওয়ায় প্রতি বছর দোকানের সংখ্যা বেড়েই চলেছে।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ২৭টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাগুরা জেলার ঘোড়ামাড়া গ্রামের আনিস মিয়ার ঘোড়া। প্রথম পুরস্কার হিসেবে তিনি পান ২৯ ইঞ্চি টেলিভিশন।
দ্বিতীয় স্থান অধিকার করে মাগুরা মহম্মদপুরের পাল্লা গ্রামের কুদ্দুস মোল্লা পেয়েছেন ২১ ইঞ্চি টেলিভিশন। তৃতীয় হয়ে যশোরের অভয়নগরের সোহেল মিয়া পেয়েছেন ২১ ইঞ্চি টেলিভিশন।
বাকি ২৪ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দুই হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু।
এসআর/জেআইএম