গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

পটুয়াখালীর গলাচিপায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামের মাসুদ মৃধার মেয়ে মরিয়ম (৭) ও নিজাম মৃধার মেয়ে রাফিয়া (৪)

নিহতের স্বজনরা জানান, দুপুরে সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে যায় মরিয়ম (৭) ও রাফিয়া (৪)। বিকেলে অনেক খোঁজাখুঁজি করে তাদের পুকুরে ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে।

চিকনিকান্দি স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. সোহান বলেন, আজ পুকুরের পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।