বাগেরহাটে লোকালয়ে বাঘ আতঙ্ক, একাধিক জায়গায় পায়ের ছাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা, বেড়িবাঁধ ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। এ বিষয়ে গ্রামবাসীদের সচেতন করতে মাইকিং করছে বনবিভাগ।

সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আ. রহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে। গ্রামবাসীদের সাবধানে চলাচল করতে বৃহস্পতিবার সকাল থেকে মাইকিং করছে বনবিভাগ।

jagonews24

আরও পড়ুন: বাঘ গুনতে সুন্দরবনের ৬৬৫ স্পটে বসছে ক্যামেরা

পূর্ব সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, পায়ের ছাপ ট্রেস করে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে বাঘ বনে ফিরে গেছে। তবে সতর্কতা অবলম্বনের জন্য বনবিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।