চট্টগ্রামে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পাঁচ পুলিশসহ আহত ৭


প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পাঁচ পুলিশসহ ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জন মাদক ব্যবসায়ী। মঙ্গলবার রাতে নগরীর হালিশহর রঙ্গীপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে। এসময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ী সোহলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশের ৮ সদস্যের একটি টিম তাকে গ্রেফতারে রঙ্গীপাড়া বস্তিতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও তার বাবা কালা মিয়াসহ তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ সোহেল ও তার বাবাকে গ্রেফতার করে।

আহতরা হলেন- এসআই মিজানুর রহমান, এসআই হিমেল রায়, এসআই নূর আবসার, এএসআই জাকির হোসাইন, এএসআই মো. শরিফ। মাদক ব্যবসায়ী সোহেল (২৫) ও তার বাবা জাহাঙ্গীর আলম ওরফে কালা মিয়া ড্রাইভার (৬০)। আহত পুলিশ সদস্যসহ মাদক ব্যবসায়ীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান প্রনব চৌধুরী।

জীবন মুছা/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।