ছেলের বাসায় বেড়াতে এসে সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু
গাজীপুরে ছেলের বাসায় বেড়াতে এসে রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে এক মায়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কদরজান বেগম (৬৫) ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুমগাও গ্রামের আ. হাকিমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেলে ফরিদ হোসেন ও তার ছোট ভাই মারিয়ালী কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থেকে শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালান। তিনদিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে কদরজান গাজীপুরে আসেন। মায়ের যাতে রান্না করতে কষ্ট না হয় সেজন্য আগে কেনা একটি গ্যাস সিলিন্ডার দোকান থেকে মেরামত করে জ্বালানোর ব্যবস্থা করে দেন ফরিদ।
আরও পড়ুন: স্ত্রী-কন্যার পর চলে গেলেন মনজুরুল, মৃত বেড়ে ৪
বুধবার সকাল ৮টার দিকে ছেলেরা বাড়ি থেকে কাজে বের হয়ে যান। পরে কদরজান সকাল ১০টার দিকে রান্না করতে গেলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় আগুন পাশের আরও দুটি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। পরে রান্নাঘর থেকে কদরজানের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আধাপাকা একটি টিনের ঘর পুড়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত শিশুর মৃত্যু
গাজীপুর মহানগর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা তিনদিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে গাজীপুরে আসেন। সকালে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়ে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ: একে একে পাঁচজনই চলে গেলেন
মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম