বরগুনায় রান্নাঘর থেকে অজগর উদ্ধার
বরগুনার পাথরঘাটায় রান্নাঘর থেকে একটি অজগর উদ্ধার করেছেন বনবিভাগের সদস্যরা। পরে হরিণঘাটা ম্যানগ্রোভ বনে সাপটি অবমুক্ত করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রুহিতা গ্রামের বাবুল মুন্সির বাড়ির রান্নাঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।
পাথরঘাটা বনবিভাগ সূত্রে জানা যায়, রুহিতা গ্রামের বাবুল মুন্সির স্ত্রী দুপুরের রান্না করতে রান্নাঘরে যান। এসময় তিনি বিশালাকৃতির একটি সাপ দেখে চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন এটি একটি অজগর। পরে তারা পাথরঘাটা বনবিভাগকে জানান। খবর পেয়ে পাথরঘাটা বনবিভাগ এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার টিম ‘অ্যানিমেল লাভার অব পাথরঘাটা’ তাদের বাড়িতে গিয়ে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করেন। বিকেলে সাপটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
পাথরঘাটা বনবিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, অজগরটি দৈর্ঘ্যে ৬ ফুট। ভুলক্রমে হরিণঘাটা বন থেকে লোকালয়ে চলে এসেছে। স্থানীয় মানুষ সচেতন হওয়ায় অজগরটিকে কেউ আঘাত করেননি।
এসআর/এএসএম