নাটোরে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

নাটোরে হাতকড়া ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড়াইগ্রামের মাঝগাঁও হাই স্কুলের পূর্ব দিকের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান মাস্টার বলেন, জিন্স শার্ট ও হালকা খাকি রংয়ের প্যান্ট পড়া মরদেহটি মাঠের মাঝখানে উপুড় হয়ে পড়েছিল। তার দুহাত পেছনে হাতকড়া দিয়ে আটকানো ছিল। এছাড়া তার দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: উপজেলা পরিষদের পুকুরে অর্ধগলিত মরদেহ

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতকড়া ও মরদেহ উদ্ধারের বিষয়টি থানা পুলিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। তবে এর আগে মরদেহ শনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেজাউল করিম রেজা /জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।