হাসপাতালে ঢুকে চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে টাকা-মোবাইল ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে আবুল কালাম আজাদ নামের এক চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল গনির ছেলে রনি (২৫), কুমড়াকান্দি মহল্লার বাসিন্দা সামছুর ছেলে ইমরান হোসেন (২৬) ও নছরউদ্দিন সরদার পাড়ার চেনিরদ্দিনের ছেলে রুবেল ফকির ওরফে সোনা (২৮)।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ। রাত সাড়ে ১১টার দিকে পাশের একটি কক্ষে বসেছিলেন তিনি। এ সময় দুই ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করেন। চিকিৎসক আজাদের মাথায় পিস্তল ও পেটে ধারালো ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ও তার ব্যবহৃত একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেন। পরে চিকিৎসককে ভেতরে রেখে তার কক্ষে তালা দিয়ে চলে যান দুই ব্যক্তি। হাসপাতালের অন্য স্টাফরা তাকে উদ্ধার করেন।

ছিনতাইয়ের ঘটনায় সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

ভুক্তভোগী চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার পর হাসপাতালে দায়িত্ব পালনকালে দুজন অজ্ঞাত ব্যক্তি এসে হঠাৎ আমার রুমে ঢোকে। মাথায় পিস্তল ও পেটে ধারালো অস্ত্র ধরে ভয় দেখায়। এ সময় মানিব্যাগে থাকা নগদ ৬ হাজার টাকা এবং একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। কক্ষের বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যায় তারা।

হাসপাতালের নিরাপত্তাহীনতার কথা শিকার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হক জাগো নিউজকে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানিয়েছি। পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জাগো নিউজকে বলেন, হাসপাতালে ঢুকে ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় রনি ও ইমরান হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং বাইরে সোনা অপেক্ষা করছিল।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।