বরগুনায় কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৯ জানুয়ারি ২০২৩

বরগুনায় কারেন্ট জাল বিক্রি বন্ধে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে এক বছরের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা ও জাল পরিবহনের অপরাধে দুজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (৮জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, মৎস্য দপ্তরের কর্মচারীরা ও পুলিশ বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: পোড়ানো হলো ১৫ লাখ টাকার কারেন্ট জাল

jagonews24

অভিযানে মেসার্স মুন্সী স্টোর নামের একটি জাল বিক্রির দোকান থেকে কারেন্ট জাল আটক করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে দোকানের ম্যানেজার মো. জসিম সিকদারকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দোকান ও গোডাউন সিল কালা করা হয়। এসময় জাল পরিবহনের অপরাধে আরও দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পড়ে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।