বাংলাদেশের পাশে জাপান আছে, থাকবে: তোমোহিদি ইচিগুচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান মি. তোমোহিদি ইচিগুচি বলেছেন, জাইকা ও জাপান সরকার বাংলাদেশের পাশে আছে এবং সব সময় থাকবে। জাইকার সহযোগিতায় মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, কাঁচপুরসহ ১৩০টি বড় বড় সেতু নির্মাণ করেছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাবুর দোলা ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের উপ প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জাইকা প্রধান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে আশপাশে ৪০৭ হেক্টর কৃষি জমির সেচ পাবে। একই সঙ্গে এলাকার মাছ চাষ বাড়ুতি সুযোগ সৃষ্টি হবে।

এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সাঈদ মো. শাহিদুর রহমান প্রমুখ।

 এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।