ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের ফেসবুক প্রোফাইলে ‘উদীয়মান সূর্য’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে সম্প্রতি আইনজীবী ও বিচার বিভাগের মধ্যে অস্থিরতা চলছে। আইনজীবীদের অভিযোগ, মামলাকে কেন্দ্র করে বিচারকের সঙ্গে বাগবিতণ্ডায় এই অস্থিরতা তৈরি হয়েছে। তারা জেলা জজসহ দুই বিচারকের অপসারণ দাবি করেছেন।

শুধু তাই নয়, জেলা জজ আদালতের নাজির মুমিনুল ইসলাম ‘একজন দুর্নীতিবাজ ব্যক্তি’ আখ্যায়িত করে তার বিচার দাবি করেন। এসব দাবিতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ডাক দিয়েছেন তারা।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞাসহ কয়েকজন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হাইকোর্টে তলব করা হয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের আহমেদকে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চাওয়া হয়েছে।

এসব ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সদস্যরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন আঙ্গিকে প্রতিবাদ জানাচ্ছেন। জেলার আইনজীবীরা তাদের ফেসবুক প্রোফাইলে ‘উদীয়মান সূর্য’র ছবি দিচ্ছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সদস্য আব্দুল জব্বার মামুন জাগো নিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে দীর্ঘদিন ধরে একটি চক্র কোর্ট ফি জালিয়াতি করে আসছে। প্রধান বিচারপতি জানিয়েছেন, জাল কোর্ট ফির কারণে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়ায় জাল কোর্ট ফির মূলহোতা আদালতের নাজির মুমিনুল ইসলাম। আমরা তার বিচার দাবি করেছি। বিষয়টি নিয়ে বর্তমান আইনজীবী সমিতি গত ১০ মাস ধরে উচ্চপদস্থ সব দপ্তরে জানিয়েছে। অবশেষে বিষয়টি জেলা জজকে জানানোর পর থেকেই মূলত পরিস্থিতি অবনতি শুরু হয়। এরপর আদালত চত্বরে একটি রেইনশেড তৈরির সময় বাধা দিলে তা প্রকাশ প্রায়।

তিনি বলেন, সবশেষ একটি মামলাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অবনতি হয়। তবে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবো। ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে দুর্নীতিবাজ চক্র বিদায় হয়ে নতুন দিন শুরু হবে। সেই প্রত্যাশায় আইনজীবীরা সবাই ফেসবুক প্রোফাইলে ‘উদীয়মান সূর্য’র ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

আইনজীবী সমিতির আরেক সদস্য আশরাফুল ইসলাম খান (চমন) বলেন, আমাদের দাবি শতভাগ যৌক্তিক। সব দুর্নীতিবাজকে ব্রাহ্মণবাড়িয়া আদালত থেকে অপসারণসহ বিচার করা হোক। আমরা আমাদের আন্দোলনে সফল হবো। আবারও নব উদ্যমে আদালতে কাজ শুরু করবো। তাই প্রোফাইল ছবি উদীয়মান সূর্য দিয়েছি আমরা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল জাগো নিউজকে বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সঠিক আছি, কোনো ষড়যন্ত্রই আমাদের দমিয়ে রাখতে পারবে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা জজ আদালতের নাজির (সদ্য বদলি) মুমিনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আইনজীবীদের করা অভিযোগ মিথ্যা। বিভিন্ন সময় তাদের কোনো সমস্যা হলেই এসব মিথ্যা অভিযোগ করেন। অথচ তাদের অভিযোগগুলোর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার সম্পর্কে ভালোই জানে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।