টমটমে মিললো দেড়শো কেজি শাপলাপাতা মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ কেজি শাপলাপাতা মাছসহ কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ওই মাছসহ কবিরকে আটক করা হয়। আটক কবির পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আবুল বাশারের ছেলে।

স্টেশান কমান্ডার পাথরঘাটা লেঃ শাফায়েত আবরার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইঞ্জিনচালিত টমটম থেকে ১৫০ কেজি অবৈধ শাপলাপাতা মাছসহ কবিরকে আটক করে কোস্টগার্ড।

পরে কবিরকে পাথরঘাটা বন বিভাগের উপস্থিতিতে এমন অবৈধ মাছ ধরবে না ও বিক্রি করবে না বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়া জব্দকৃত অবৈধ শাপলাপাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে তা নষ্ট করে ফেলা হয় বলেও জানান তিনি।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।