হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ দুজন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ দুজন কারাগারে

আসামিপক্ষের আইনজীবী আফজল হোসেন জানান, ২০২২ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় এসআই ফজলে রাব্বী বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে ২৪৫ জনের বিরুদ্ধে মামলা করে। এর প্রেক্ষিতে বিএনপি নেতারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে ৪২ জন নেতাকর্মী জামিন আবেদন করেন। আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেন। জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানের আদেশ দেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।