তীব্র শীতে ভৈরবে জুতা বিক্রির হিড়িক

রাজীবুল হাসান রাজীবুল হাসান ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:১০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
মার্কেট এবং জুতার দোকানে ভিড় করছেন মানুষ

কনকনে শীতে কাঁপছে গোটা দেশ। তেমনি কিশোরগঞ্জের ভৈরবেও তীব্র শীত পড়েছে। এতে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের। শীতকে কেন্দ্র করে ফুটপাত ও মার্কেটে গরম কাপড়ের পাশাপাশি জুতা বিক্রির হিড়িক পড়েছে। ক্রেতা সামলাতে হিমসিম খাচ্ছেন দোকানিরা।

বুধবার রাতে সরেজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে। ভৈরব বাজার পোস্ট অফিসের সামনে বাহারি জুতা নিয়ে বসেছেন কালা চান রবিদাস। ক্রেতার ভিড়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

jagonews24

রবিদাস বলেন, ‘সারাদেশের মত ভৈরবেও শীতের তীব্রতা বাড়ায় ক্রেতারা জুতা কিনতে ভিড় করছেন। আমাদের দোকানে নিম্ন-মধ্য বিত্ত আয়ের মানুষগুলো জুতা কিনতে আসেন। ক্রেতারা স্তূপ থেকে তাদের পছন্দের জুতা কিনছেন।’

স্থানীয় ব্যবসায়ী রায়হান মিয়া বলেন, ‘যে শীত পড়ছে তাতে গরম কাপড়ের পাশাপাশি জুতাও কিনতে হচ্ছে। পরিবারের সদস্যদের জন্যও কিনেছি।’

জুতার শো-রুম সজীব বাজারের কর্মচারী মো. হালিম ভূ্ঁইয়া বলেন, ‘এখানে কেডস, শোসহ বিভিন্ন ধরনের জুতা আছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গেই বেচাকেনা বেড়েছে। শীতের জুতা কিনতে ভিড় করছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।’

রাজীবুল হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।