রসিকের ২৬ নম্বর ওয়ার্ডের পুনরায় ভোটগ্রহণ ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৫ জানুয়ারি ২০২৩

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামী ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সমান ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, ১৫ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। যে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন শুধু তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

গত ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মো. শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে তিন হাজার ১৯৭ ভোট পান। এছাড়া এম এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।

জিতু কবীর/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।