দুর্বৃত্তের বিষে মারা পড়লো ২৫ বাক্স মৌমাছি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

শেরপুরের নকলা উপজেলায় বিষ দিয়ে এক চাষির ২৫ বাক্স মৌমাছি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে নকলা পৌরসভার উত্তর কায়দা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (৪ জানুয়ারি) সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি শাহাব উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, মৌচাষি শাহাব উদ্দিনের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে। তিনি গতকয়েক বছর ধরে শীত মৌসুমে মধু আহরণের জন্য নকলা উপজেলায় আসেন। এসময় তার কাঠের বাক্সে পালন করা মৌমাছিগুলো পৌরসভার উত্তর কায়দা এলাকার সরিষা ক্ষেত সংলগ্ন জায়গায় বসান। মঙ্গলবার গভীর রাতে মৌমাছির ২৫টি বাক্সে বিষ দেয় দুর্বৃত্তরা। বিষক্রিয়ায় বাক্সগুলোর সব মৌমাছি মারা যায়।

এ বিষয়ে মৌচাষি শাহাব উদ্দিন বলেন, ‘প্রতিবছরের মতো এবারও সরিষা ক্ষেতের পাশে ১২০টি বাক্স বসিয়েছিলাম। এখানে আমার সাত লাখ টাকার বিনিয়োগ ছিল। বিষ প্রয়োগে ২৫টি বাক্সের সব মৌমাছি মারা গেছে। এরকম জঘন্য কাজ কেউ করতে পারে আমার বিশ্বাস হচ্ছে না। এ ঘটনায় নকলা থানায় লিখিত অভিযোগ করেছি।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মৌচাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।