শরীয়তপুরে মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৩ জানুয়ারি ২০২৩

শরীয়তপুরে মাইক্রোবাস উল্টে কাউসার মাঝি (৩৩) এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মুন্নি নামের একজন আহত হয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কের মাঝেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরবয়রা এলাকার বারেক মাঝির ছেলে। আর আহত হয়েছেন মুন্নি নামের একজন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের ডামুড্যা চরবয়রা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি মাইক্রোবাস। ডামুড্যা মাঝেরটেক এলাকায় পৌঁছলে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের এক পাশে উল্টে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটিতে থাকা হতাহত সাতজনকে উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া কাউসার ও মুন্নিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। আর আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

মো. ছগির হোসেন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।