এয়ারগান দিয়ে ৩৫ পাখি শিকার, যুবকের জেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
এয়ারগান দিয়ে শিকার করা পাখি এতিম খানায় পাঠানো হয়

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এয়ারগান দিয়ে পাখি শিকারের অপরাধে হান্নান হাওলাদার (৩২) নামের এক যুবকের ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। উদ্ধার পাখিগুলো এতিমখানায় পাঠানো হয়। হান্নান হাওলাদার বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মোসলে উদ্দিন জাগো নিউজকে নান, হান্নান হাওলাদার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ঢুকে পাখি শিকার করছিলেন। আমরা নিষেধ করার পরও তিনি আমলে নেননি। পরে আমরা তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা জাগো নিউজকে বলেন, ওই যুবক ৩৫টি পাখি শিকার করেছিলেন। এয়ারগান দিয়ে পাখি শিকারের অপরাধে তার ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার লাইসেন্সবিহীন এয়ারগানটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পাখি এতিমখানায় দান করা হয়েছে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।