ধুনটে ৯ মামলার আসামি মাদকসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
গ্রেফতার ফরহাদ হোসেন

বগুড়ার ধুনট উপজেলায় ৯ মামলার আসামি ফরহাদ হোসেন (৩৭) ও তার সহযোগী মোহন বাবুকে (৩৫)) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। ফরহাদ উপজেলার সদরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে এবং মোহন বাবু একই গ্রামের ওসমান গনির ছেলে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে আসামি মোহন বাবুর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ফরহাদ ও মোহন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রোববার রাতে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ফরহাদের কাছ থেকে দুই গ্রাম ও মোহনের কাছ থেকে এক গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, এর আগেও তারা মাদক দ্রব্যসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। ২০০৯ সালে থেকে রোববার রাত পর্যন্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে মারধর, বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা হয়েছে এবং মোহন বাবুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ তাদের আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।