আশ্রয়ণের ঘর দিতে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে মো. জামান মিয়া (৩৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতার মো. জামান মিয়া জেলার সদর উপজেলার বাড়ার পাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

রোববার (১ জানুয়ারি) রাত ১০টায় জেলার সদর উপজেলার বাড়ার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপঅধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, মো. জামান মিয়া দীর্ঘদিন যাবৎ গ্রামের ভুমিহীন ও দুস্থদের কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা আদায় করে আসছেন। আনুমানিক ৬ বছর আগে সদর উপজেলার চুরখাই এলাকায় চেয়ারম্যানের কাছে সুপারিশ করে সুমন মিয়া নামে একজনকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেন তিনি। এজন্য তিনি সুমন মিয়ার কাছ থেকে ৩ হাজার টাকা আদায় করেন। এই ঘটনার পর থেকে জামান মিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করে আসছেন।

মেজর শিশির মাহমুদ তালুকদার আরও বলেন, ২০১৯ সালে জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ভূমিহীন ও দুস্থদেরকে টার্গেট করেন। প্রথম দিকে ভূমিহীন ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর ঘর পাইয়ে দেওয়ার প্রলোভনে ৪২ জন ভূমিহীন ও দুস্থদের কাছ থেকে ইট, বালু ও সিমেন্টের কথা বলে ১ হাজার থেকে ৫ হাজার টাকা করে আদায় করেন। এভাবে ৪২ জনের কাছ থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা আদায় করে নেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করার পর ঘর না পেয়ে অভিযুক্ত জামানের কাছে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এরপর বিষয়টি জানাজানি ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে র‌্যাব অভিযান চালিয়ে জামানকে গ্রেফতার করে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।