নড়াইলে নৌকাডুবি: নিখোঁজ চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনের মরদেহ উদ্ধার হলো।

রোববার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে (৩২) উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে দুপুর ১টার দিকে জোকার চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া নৌকাডুবির ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল (২৭) এবং এনামুল মণ্ডলের জামাই মাহমুদ শেখ (৪১)।

jagonews24

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মরদেহ নৌপুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌপুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়াঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। এর পরপরই নাজমা বেগম (২৮) ও তার দুই বছর বয়সী ছেলে তাছিম শেখের মরদেহ উদ্ধার করা হয়। তখন এ ঘটনায় নিখোঁজ হয়েছিলেন চারজন। তাদের মধ্যে আজ দুপুরে দুজনের মরদেহ উদ্ধার হলো।

হাফিজুল নিলু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।