ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধ, অটোচালককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধের জেরে মাগুরা সদর উপজেলায় জনাব আলী বিশ্বাস (৪৭) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা-কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। জনাব আলী ওই গ্রামের গোলাম আকবর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ১৪ দিন আগে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে একই গ্রামের মিজানের সঙ্গে জনাব আলীর বাগবিতণ্ডা হয়। এ নিয়ে পরে দুপক্ষের বিরোধ মেটাতে সালিশও হয়েছে। শনিবার সন্ধ্যায় জনাব আলী তার অটোরিকশা নিয়ে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় তাকে মিজানসহ কয়েকজন রড ও লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই দবির হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইসগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।