শিক্ষামন্ত্রী

চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে শিক্ষাব্যবস্থা সাজিয়েছি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:২৩ এএম, ০১ জানুয়ারি ২০২৩
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ আর চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে সরকার শিক্ষাব্যবস্থা সাজিয়েছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। আমাদের শিক্ষার্থীরা গুগলসহ সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গণে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাইলটিয়ান মিলনমেলায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও স্বনামধন্য বিদ্যালয়। এখান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছেন। এমনকি তারা দেশের কল্যাণেও ভূমিকা রাখছেন। এ বিদ্যালয়ের উন্নতিকল্পে সরকারের পরিকল্পনা আছে। অচিরেই এর সংস্কার কাজ শুরু হবে।

সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. আব্দুল জলিল ভুঁইয়ার সভাপতিত্বে ও সিবগাত আহমেদের সঞ্চালনায় প্রতিবেদন পেশ করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান চৌধুরী আপেল।

ছামির মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।