রসিক নির্বাচন: ইভিএমের ফল প্রত্যাখ্যান জাকের পার্টি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম খোকন। একইসঙ্গে ইভিএম পদ্ধতি বাতিল করে ব্লক সাইন টেকনোলজি এবং ই-ভোটিং সিস্টেমের দাবি জানিয়েছেন এই প্রার্থী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা জানান।

তিনি বলেন, নির্বাচনের দিন ইভিএমে জটিলতা ও অস্বাভাবিকতা সৃষ্টি হয়। কিছু কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট ছিল এবং ভোট দেওয়ার সময় অনেক মেশিন বন্ধ হয়ে যায়। ভোট দেওয়ার সময় মেশিনের বাটন ঠিকমতো কাজ করেনি। অনেক জায়গায় ইভিএম চালু করতে এক থেকে দুই ঘণ্টা সময় লেগে যায়। অনেকেই এ ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত না হওয়ায় ভোট দিতে না পেরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বাড়ি চলে গেছেন।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে যেভাবে হানাহানি, মারামারি ও আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। এজন্য ইভিএম প্রযুক্তির বদলে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়ায় ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এসময় জাকের পার্টির বিভাগীয় সভাপতি আশরাফুজ্জামানসহ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।