ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে নৌকার এজেন্ট আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

কুমিল্লার নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে মনোয়ার হোসেন মুন্না (৩০) নামে নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্টকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক মুন্না নৌকা প্রতীকের প্রার্থী আবদুল জলিলের নির্বাচনি এজেন্ট বলে জানা গেছে।

ভোটকেন্দ্রের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে মুন্নাকে আটক করা হয়েছে।

ওই ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার প্রার্থী জামাল হোসেন বলেন, কেন্দ্রের ভোটকক্ষে তারা নৌকার প্রার্থীকে ভোট দিতে জোর জবরদস্তি করতে থাকে। আমার ভোটেও বাধা দিচ্ছে। মানুষকে ঠিকভাবে ভোট দিতে দিচ্ছে না।

জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।