খামার থেকে চোরাই গরু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২

ফেনীর পরশুরামে একটি খামার থেকে চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরশুরামের মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের কৃষক আবুল খায়েরের গোয়ালঘর থেকে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে একটি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌর এলাকার বাউরখুমা গ্রামের হাবিবের খামার থেকে চোরাই গরুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খামার মালিক আবদুল হান্নান হাবিব (৪৫) ও খামারের কর্মচারী মোতাহের হোসেনকে (৩৪) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।