রংপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মহানগর যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে অনেক আগে থেকেই জানিয়ে আসছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লিটন পারভেজ ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটি নির্বাচনে কেন্দ্রীয় যুবদলসহ বিএনপির শীর্ষ স্থান থেকে মনোনয়ন প্রত্যাহারসহ নির্বাচন থেকে সরে আসার জন্য বলা হয়েছিল। কিন্তু লিটন পারভেজ দলীয় নির্দেশনা না শুনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে লিটন পারভেজ জাগো নিউজকে বলেন, ‘লোকমুখে বহিষ্কারের বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো হাতে পাইনি।’

জিতু কবীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।