খালে নারী মেম্বারের বসানো ড্রেজার বন্ধের নির্দেশ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

মোংলায় খালে নারী মেম্বারের বসানো ড্রেজার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান সরেজমিনে গিয়ে ড্রেজার বন্ধের আদেশ দেন।

এর আগে ‘খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, জমি-বাড়িঘর ধসের শঙ্কা’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশ হয়।

খালে নারী মেম্বারের বসানো ড্রেজার বন্ধের নির্দেশ

মো. হাবিবুর রহমান বলেন, খালে ড্রেজার বসিয়ে কাঁদা মাটি-বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপরও ড্রেজারটি চালানো হলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ড্রেজার বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী গ্রামবাসী সন্তোষ প্রকাশ করে সহকারী কমিশনারকে (ভূমি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

খালে নারী মেম্বারের বসানো ড্রেজার বন্ধের নির্দেশ

মোংলার সুন্দরবন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজার সংলগ্ন পুটিমারী খালে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় ফাটল দেখা দেয়। এতে করে আশপাশের জমি ও বসতবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় ছিল। মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বিক্ষোভ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।