বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশাচালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শহীদ মিয়া (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া রায়গঞ্জ ইউনিয়নের নার্সারিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শহীদ মিয়া অটোরিকশা নিয়ে রায়গঞ্জের ভাই ভাই মোড় থেকে যাওয়ার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নৈশকোচের মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ভেঙে চুরমার হয়ে যায়। চালক শহীদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শহীদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।