লোকালয়ে এসে বৃদ্ধকে কামড়, চিতাবাঘ পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জে চিতাবাঘের আক্রমণে মো. লিজু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তাকে বাঘের কামড় থেকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। পরে বাঘটি হত্যা করে বৃদ্ধকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লেইস চৌধুরী জানান, বুধবার ভোরে ঘিলাছড়ার ধারণ গাজীপুর এলাকায় বাঘটি হানা দেয়। লিজু মিয়া (৬৫) ফজরের নামাজ আদায় করার জন্য ওজু করতে পুকুরপাড়ে গেলে চিতাবাঘটি তাকে কামড়ে টেনে-হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে।

লিজু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ঘুম থেকে উঠে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আসেন। এরপরও বাঘটি ভয় পায়নি। পরে বাঘটিকে হত্যা করে লেজু মিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। লেজু মিয়াকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

ছামির মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।