অভাব ঘোচাতে পথে নেমে জীবন প্রদীপ নিভে গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

‘অভাবের সংসারে ছেলেকে লেখাপড়া করাতে পারিনি। ধারদেনা করে তাকে কিছুদিন আগে একটি মোটরভ্যান কিনে দিয়েছিলাম। সেটি চালিয়ে যা আয় হতো তা দিয়ে সংসার চলতো। আজ সকালে বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে বের হয়েছিল। পরে খবর পেলাম সে আর নেই।’ কথাগুলো বলছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত কিশোর আজিজুরের (১৫) বাবা জাফর মোড়ল।

মোটরচালিত ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে নিহত হয় সে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ-তালতলা সড়কের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের জাফর মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজিজুর রহমান তার ভাড়ায়চালিত মোটরভ্যান নিয়ে মুকুন্দমধুসূদনপুর চৌমুহনী এলাকা থেকে কালিগঞ্জ অভিমুখে আসছিল। হোগলা পাইমারি স্কুলের সামনে পৌঁছানোর পর দ্রুতগতির মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত আজিজুর রহমানকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বাবু বিষয়টি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।