সুনামগঞ্জে মেলায় চলছে ‘অশ্লীল নাচ-গান’

লিপসন আহমেদ লিপসন আহমেদ , সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৮ ডিসেম্বর ২০২২
সার্কাসের নামে চলছে অশ্লীল নাচ-গান

সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর মাঠে শিল্প পণ্য মেলায় সার্কাসের নামে চলছে রাতভর অশ্লীল নাচ-গান। আর এসব প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় করছেন এলাকার যুবসমাজ। তবে পরিবার পরিজন নিয়ে যারা এসেছিলেন তারা পড়েন বিপাকে। তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২৩ নভেম্বর শিল্প পণ্য মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় কমিটির সহ কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রুপা আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

সরজমিনে ঘুরে দেখা যায়, পুনাক শিল্প পণ্য মেলা উপলক্ষে মাঠের পেছনে তৃপ্তি সার্কাস নামে একটি বিনোদন কেন্দ্র খোলা হয়েছে। এর সামনে দীর্ঘ লাইন ধরেছেন যুবক থেকে শুরু করে বৃদ্ধরাও। যেখানে টিকিটের মূল্য ৮০-১০০ টাকা। সেখানে হিরো আলম, রিয়া মনি, দয়াল বাবা এমনকি সিনেমার অভিনেত্রী নাসরিনসহ অনেকেই অশ্লীল নাচ পরিবেশন করেন। তবে পরিবার নিয়ে সার্কাসের ভেতরে ঢুকে বিপাকে পড়েন অনেকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসেন।

su-(4).jpg

স্থানীয়রা বলেন, ২৫ দিন ধরে পুনাক মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্য। দিনে মেলা প্রাঙ্গণে সাধারণ দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও রাতে সে চিত্র পুরো ভিন্ন। অশ্লীল নাচগান দেখতে এক শ্রেণির দর্শকের উপস্থিতি ব্যাপক বেড়ে যায়।

এদিকে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা জানায়, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাইকে উচ্চস্বরে অশ্লীল গান-বাজনা শুরু হয়। এ কারণে পড়াশোনার ব্যাপক সমস্যা হচ্ছে।

পৌর শহরের বাসিন্দা তন্ময়, হাবিব ও শামীম বলেন, ‘পুনাক মেলায় সার্কাসের নামে যে অশ্লীল নাচ-গান চলছে, তাতে উঠতি বয়সের কিশোর ও যুবকরা নষ্ট হতে বাধ্য। আমরা কিছু বললেই মেলা আয়োজকের লোকজন হুমকি-ধামকি দেয়। পুলিশের ভয় দেখায়। পুনাক মেলা নাম হওয়ায় যেন তারা অশ্লীল কাজের লাইসেন্স পেয়ে গেছে। যুব সমাজ রক্ষায় আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। মেলা কর্তৃপক্ষ যা শুরু করেছে তাতে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।’

সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা আল হাবিব বলেন, ‘মেলায় পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু মেলার পেছনে তৃপ্তি সার্কাসে নানারকমের প্রদর্শনী দেখবে বলে পরিবারের ছোট বোনরা বায়না ধরে। কিন্তু সার্কাসের ভেতরে ঢুকে আমি তো অবাক! সার্কাসের নামে যে অশ্লীল নৃত্য হয় সেটা মুখে বলতে পারবো না। পরে মুখ লুকিয়ে পরিবার নিয়ে সার্কাসের ভেতর থেকে বেরিয়ে এলাম।’

su-(4).jpg

আশরাফ মিয়া বলেয়, ‘মেলায় অশ্লীল নৃত্য চলছে এটা সত্যি দুঃখজনক। এ দিকে পুলিশের নজর দেওয়া উচিত।’

কলেজ শিক্ষার্থী চনিক মিয়া বলেন, ‘সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাইকে উচ্চস্বরে অশ্লীল গান-বাজনা শুরু হয়। ঘরে থাকা শিশুদের ও বৃদ্ধদের খুব সমস্যা হয়। এমনকি আমাদের পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে। মেলা কর্তৃপক্ষকে কিছু বলতে গেলে তারা পুলিশের ভয় দেখায়।’

এ বিষয়ে জানতে চাইলে পুনাক শিল্প পণ্য মেলার দায়িত্বে থাকা আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, ‘আপনারা শুধু অভিযোগগুলো দেখলেন, এখানে তো বিনোদনেরও অনেক বিষয় আছে। আর অশ্লীল বলতে কিছু নাই। টিভিতেও তো আমরা গানের সঙ্গে নাচ দেখি। এখানেও সেরকম। এটা তো অন্যায় কিছু না।’

su-(4).jpg

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জাগো নিউজকে বলেন, ‘মেলার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বড় লজ্জায় পড়েছি। মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌরবাসী আমাকে নানা অভিযোগ দিচ্ছেন। তবে আমি শুধু উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম আর যাওয়া হয়নি। আমরা চাই এসব অশ্লীল গান বাজনা বন্ধ হোক।’

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক জাগো নিউজকে বলেন, ‘পুনাক মেলায় অশ্লীল নাচ গানের বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মেলা কর্তৃপক্ষ পুলিশের দাপট দেখিয়ে মেলায় অশ্লীল নাচ গান করছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এমন তো হওয়ার কথা না। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

লিপসন আহমেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।