টেকনাফে বিএনপি নেতার কব্জি কর্তন, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফে বিএনপির নেতা সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের নাজির পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে নুরুল হক (৩৮), দিল মোহাম্মদ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), মৃত ফজল আহমদের ছেলে দিল মোহাম্মদ (৫৮), মৃত মো. রফিকের ছেলে ছৈয়দ উল্লাহ (৩৮) ও শীলবনিয়া পাড়ার মীর কাশেমের ছেলে আবুল কালাম (৩৮)।

র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের গতিবিধির ওপর নজর রাখা হয়। সে ধারাবাহিকতায় শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে বিএনপির নেতা সিদ্দিক আহম্মদ বাড়ি ফেরার সময় নাজিরপাড়া রাস্তার মাথায় গতিরোধ করে আসামিরা। তরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে এলোপাথাড়ি কুপিয়ে দু হাতের কব্জি কেটে নেয়। এ ঘটনায় পরদিন মামলা করেন সিদ্দিক আহম্মদের পরিবার।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।