কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম আশফাক আহমেদ শিহাব (৩৪)। তিনি টাঙ্গাইলের রেজিস্ট্রিপাড়া গ্রামের মৃত মোস্তফা শফির ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ওই কারা কর্মকর্তা।

কারা সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ অসুস্থবোধ করেন আশফাক আহমেদ। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তার বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা ও ডাকাতির মামলা ছিল। ওই মামলায় তাকে দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দেন।

তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে ২০১৫ সালের ৭ নভেম্বর শিহাবকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।