রাজশাহীতে মসুরের ক্ষেত থেকে নবজাতক উদ্ধার


প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের রণহাট এলাকার মসুর ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার (ওসি তদন্ত) অশোক চৌহান। তিনি জানান, মেয়ে শিশুটিকে কাপড় দিয়ে মুড়িয়ে ঢিল (মাটির দলা) দিয়ে চাপা রাখা ছিল। পরে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়।

চিকিৎসক শিশুটির প্রাথমিক পরীক্ষা করে সে সুস্থ্য আছে বলে জানান। পরে আয়শা নামের স্থানীয় এক নিঃসন্তান নারী তাকে নিয়ে লালন পালন করার আগ্রহ দেখালে তার কাছে রাখা হয়।

শাহরিয়ার অনতু/এসকেডি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।