জাতীয় পতাকা টানাতে গিয়ে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টানাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন তার বাবা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম সাফি (৩৫)। আহত ব্যক্তি হলেন তার বাবা মোফাজ্জল হোসেন (৬৫)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন। ওই মসজিদের পাশেই বাবা-ছেলের বাড়ি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টানাতে যান মোফাজ্জল। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এসময় বাবাকে বাঁচাতে যান সাফি। তখন সাফিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোফাজ্জলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।