ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো দিনমজুরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনের ধাক্কায় ইরাজুল ইসলাম (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়পুর বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

ইরাজুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর ফরায়েজী পাড়ার আবদুল কাদিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জসিম উদ্দিন জানান, দৈনিক হাজিরায় কাজের উদ্দেশ্যে শুক্রবার সকালে কুড়িগ্রাম থেকে কুমিল্লায় আসেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ইরাজুল ইসলামও ছিলেন। বিজয়পুর স্কুলের সামনে রেললাইন এলাকায় কাজের জন্য অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ ট্রেন আসার শব্দে তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ ফেলে আসেন ইরাজুল। পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেললাইনের ওপর। এ সময় ট্রেনের ধাক্কায় তার মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।