ঘন কুয়াশায় পঞ্চগড়ে মিনিবাস-বিআরটিসি সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২

পঞ্চগড়ে যাত্রীবাহী মিনিবাস এবং বিআরটিসি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহসড়কের সাড়ে নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সকলের বাড়ি অমরখানা ও ভজনপুর ইউনিয়নে।

স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ভোর থেকে ঘন কুয়াশার কারণে সড়কে পরিষ্কার দেখা যাচ্ছিল না। অমরখানা ইউনিয়নের সাড়ে নয় মাইল এলাকায় তেঁতুলিয়াগামী একটি বাসের সঙ্গে পঞ্চগড় থেকে ছেড়ে আসা এক বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ অন্তত ১৫ আহত হন।

ঘন কুয়াশায় পঞ্চগড়ে মিনিবাস-বিআরটিসি সংঘর্ষ, আহত ১৫

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. রফিকুল হাসান বলেন, আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সফিকুল আলম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।