অনিয়মের অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনার বেড়া উপজেলায় নানা অনিয়মের অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোক্তা অধিকার পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে কাশীনাথপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোংরা পরিবেশ, মেয়াদ, মূল্য, নির্ধারিত ওজন না থাকায় নিউ আলিয়া বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া খাবার হোটেলের খাবার পানিতে মরা মশা এবং ফ্রিজে রান্না করা খাবার এবং কাচা মাংস এক সঙ্গে পাওয়া যায়। এজন্য নিখিল মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জামান মেডিকেল হলে ফিজিশিয়ান স্যাম্পল রাখায় পাঁচ হাজার টাকা এবং সবুজ ডিজিটাল সাইনে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আমিন ইসলাম জুয়েল/জেএস/জেআইএম