দুপচাঁচিয়ায় ভ্যানের ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্যানের ধাক্কায় আফছার আলী (৬৩) নামের এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আফছার আলী উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। তিনি গুনাহার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

আফছার আলীর মেয়ে জামাই জিয়াউর রহমান জানান, দুপুরে তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার বাসা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্য গুদামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেওয়ার পথে তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ আবুল কালাম বলেন, উপজেলার খাদ্যগুদাম এলাকায় দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।