আবাসন-পরিবহন সংকট নিরসনের দাবিতে ছাত্র সমাবেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, আবাসন-পরিবহন সংকট নিরসন করার দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএম কলেজ জিরো পয়েন্টে কলা ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিয়ান মাহমুদ রাকিব, মহানগর শাখার সদস্য লিয়া মনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু পরীক্ষার কেন্দ্র নয় বরং প্রকৃত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোতে ২১০ দিন ক্লাস নেওয়ার কথা হলেও বাস্তবে ৭০-৮০ দিনের বেশি ক্লাস হয় না। এর কারণ পর্যাপ্ত ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষার হল না থাকা। ফলে সিলেবাস সম্পূর্ণ না করেই পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
বক্তারা আরও বলেন, বিএম কলেজে ২৮ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন অঞ্চল থেকে আসে। কিন্তু সেই তুলনায় কলেজে আবাসন সংখ্যা খুবই সীমিত। আবার ২৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র তিনটি বাস দিয়ে দায়সারাভাবে কাজ চালাচ্ছে। এছাড়াও চিকিৎসাখাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিয়েও ২০২০ সাল থেকে তা বন্ধ রয়েছে। এমনকি ক্যান্টিনেও খাবারের কোনো সুব্যবস্থা নেই।
নেতারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত, পর্যাপ্ত ক্লাসরুম ও স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, আবাসন-পরিবহন সংকট নিরসন করার দাবি জানান। একই সঙ্গে এই সংগ্রাম বেগবান করতে সব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জেএস/এমএস