ডিজিটাল কবর ব্যবস্থাপনায় পুরস্কার পেলেন কুড়িগ্রামের তানভীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

ডিজিটাল ব্যবস্থাপনায় কিউআর কোডের মাধ্যমে কবর শনাক্তকরণের জন্য ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পুরস্কার পেয়েছেন কুড়িগ্রামের তানভীর ইসলাম অন্তু চৌধুরী। তিনি অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি।

তানভীর ইসলাম অন্তু চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

Kuri-(3).jpg

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের এ তরুণ উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট, সনদ ও ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

চৌধুরী তানভীর ইসলাম অন্তু দীর্ঘদিন ধরে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কুড়িগ্রাম জেলায় বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। ‘অপ্রতিরোধ্য কুড়িগ্রাম’ নামের সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি তিনি।

Kuri-(3).jpg

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তরুণ উদ্যোক্তা চৌধুরী তানভীর ইসলামের উদ্যোগে ২০২২ সালের ২১ আগস্ট বীর মুক্তিযোদ্ধাদের সমাধি ও কবরস্থানের ডিজিটাল ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কার্যক্রমের উদ্বোধন করেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।